ওগো বৃন্দে ললিতে
ওগো বৃন্দে ললিতে।
আমি কৃষ্ণ হারা হলাম জগতে।।
ও সখিরে চলো চলো বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কতো দুর;
ছাড়িয়া ভবের মায়া দেহ করিলাম পদছায়া
ললিতে তাঁর পায়ের ধ্বনি শুনিতে।।
আগে সখি পিছে সখি
শত শত সখি দেখি
সব সখিরা কর্ণে দেখি সোনা;
নদীর কূলে বাজায় বাঁশি কপালি তিল তুলসী
রাধিকার বন্ধু হয় কোন জনেতে।।
বনেরও পশু যারা
আমার থেকে ভালো তারা
সঙ্গে লয়ে থাকে আপন পতিরে
তারা পতির সঙ্গে করে আহার;
পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকো আপনার পিরিতে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….