ওপারে মোর বন্ধু থাকে এপারে মোর কুঁড়ে খানি।
আমি কাজের ফাঁকে দেখি তাকে
ডাকে যে দিয়ে হাত ছানি।।
তাল গাছের ওই সারি সারি
আছে তার পাশে মোর বন্ধুর বাড়ি
আমি কেমন করে ধরবো পাড়ি
পাথারে সাঁতার না জানি।।
পোষা পায়রা বন্ধুর বাসে
তারা উড়াল দিয়ে এপার আসে
আমার কুঁড়ে-ঘরের চালে বসে
তার খবর দেয় আমায় আনি।।
দিবাকর বসিয়ে পাটে
আমি তখনে যাই জলের ঘাটে
শুনতে পাই সে সাঁজের মাঠে
ভালোবাসার আশার বাণী।।
পাগল বিজয় কয়, সে দূরে থাকে
যদি মিলন কুঞ্জে না পাই তাকে
যেন আমার কথা মনে রাখে
এ-জীবন তাই ধন্য মানি।।