ওমন হিসাবের দিনে, কড়া গণ্ডায় হিসাব লইবা মহাজনে।
কড়া গণ্ডায় হিসাব লইবা মহাজনে, ওমন হিসাবের দিনে।।
আক্ষলেরে জিজ্ঞাসিবা, সু-নম্র বচনে
কি বুদ্ধি খাঠাইলায় ভবে, মানুষের সনে।।
নয়ান উল্লা জবান আলী, ছিলায় যে ভুবনে
কি খাইলায় কি দেখিলায়, কি শুনিলায় কানে।।
মহব্বত উল্লা আশেক মিয়া, গেছিলায় কার সনে
জিগ্গর আলী শক্তি মিষ্টার, দুখ দিলায় কার প্রাণে।।
দম নিয়েছ জীবন ভরি, ভাটিওল উজানে
ভুরুঙ্গায় সব পানি গেল, আইল বাঁধলেনা কেনে।
হাতে পায়ে কি করিলায়, সারাটা জীবনে
পাঞ্জাতনের মায়া চাই, কয় আমির উদ্দিনে।।