ওমা কালী! কালী গো! এতনি ভঙ্গিমা জান।
কত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয় মন।।
মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোধ হইলে রণ।
কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান।।
আদ্যাশক্তি হইয়া মাগো! পুত্রে রইলায় বর।
শতবার মারিয়া মাগো; কর পুত্রের ঘর।।
কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী।
জ্ঞান চক্ষে চাইয়া দেখি, মা মোর পরাণী।।
কালীরূপ ধরিয়া মাগো! অসুর কইলায় নাশ।
রামরূপে রাক্ষসগণ করিলায় বিনাশ।।
তুমি বাড়ি, তুমি ঘর মা! তুমিই সংসার।
তুমি বিনে অন্যজনা কেহই নাই আর।।
নানা সময় নানা রূপে, অবতার হইয়া।
ভক্তবাঞ্ছা পূর্ণ কর দুষ্টকে মারিয়া।।
হাছন রাজা কালী ভক্ত, কালী পদ সার।
কে বুঝিতে পারে মায়ের, অনন্ত ব্যাপার।।