ভবঘুরেকথা
বিজয় সরকার

ওরাই বলে তারাই কাঁদে যারাই দুর্বল।
দেখি তোমার কান্নার ক্ষত
বুকে আনে কতো নতুন বল।।

হালকা মেঘে আকাশ পরে
হতাশ মনে ঘুরে মরে বাতাস ভরে;
সেথা কত ক্ষণ থাকিতে পারে
মেঘে যখন ভরে জল।।

মূলের কথা ভুলিয়ে পাছে
স্ফীত শাখে থাকে কতো ফল হারা গাছে;
শেষে নুয়ে পড়ে ধরার কাছে
সেই গাছে যখন ধরে ফল।।

বুক ভরা দু:খ হৃদয় গাঁথা
চোখের জলে মুছে যায় তার মরমের ব্যথা;
যারা এই জলকে ভাবে অযথা
তারা মুরুভূমির তরুদল।।

যদি দেখা না পাই জীবনে
একা আমি কাঁদবো তবু বসে বিজনে;
যেন পৌঁছায় গিয়ে তার চরণে
পাগল বিজয়ের নয়নের জল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!