ওরে অবুঝ বুঝলি না রে দিনের দিনে গনা দিন
তোর হলো অবসান।
ও তুই দিন পেয়ে দিন বুঝেছিস দিন দয়াল দীনবন্ধুর নাম
ভাবো নাকি চির দিন তোর যারে রে সমান।।
এই যে সোনার দেহ রে তোর
ক্রমে কমে এলো জোর
দুই চোখে দেখতেছিস ঘোর
তবু রে তোর যায় না অভিমান;
ও তুই ভেবেছিস কি ওরে বেভুল ফুল ফুটলে আর হয় না ম্লান
কালের টানে মলিন হলো তোর সাধের ফুলবাগান।।
গাঙ্গে আসিয়ে জোয়ার
ভাসিয়ে নেয় কুলপাথার
আর ভাটায় মুকায় আবার
শুকনো গাঙ্গে আবার ছোটে বান;
ও তোর জীবন নদীর জোয়ার নাই রে লাগলে একবার ভাটির টান
চড়ায় বেধে মারা যাবে তোর জীর্ণ তরী খান।।
যা গেছে গেছে চলে
খেদ করিস না তাই বলে
যা আছে মূল তহবিলে
মিলায়ে দেখ কতো কি লোকসান;
দিয়ে হিসাব নিকাশ তাহার হাতে দেউলে হয়ে পথে নাম
বেহাল বেশে গেয়ে ফিরিস দয়াল দীন বন্ধুর গান।।
ছাড়িয়ে কুটিনাটি
ঝাড়িয়ে ময়লা মাটি
দেহ মন হল খাঁটি
পথের সাথি আছেন ভগবান;
পাগল বিজয় বলে, কর্ম ফলে পেয়ে মানব দেহ খান
মানুষ হয়ে করিস না মন মানুষের সন্ধান।।