ওরে বড়ো ব্যথা দিয়ে গেলি রে পরানে
পর কাঁদানো পরবাসিয়া,
আমি কি ছিলাম আর কি হয়েছি
বন্ধু তোরে ভালোবাসিয়া।
রং জড়ানো ভাব ছড়ানো মনের হরষে
যৌবনে ঘুমায়ে ছিলাম যৌবন সরসে;
আমার ঘুম ভাঙ্গলে প্রথম পরশে
ফুল বাসরে আসিয়া।।
শয়ন ছেড়ে তোমার দিকে চাইলাম নয় নে মেলে
বলেছিলাম কেন বন্ধু এমন ভাবে এলে;
তুমি চকিতের ন্যায় চলে গেলে
চপলহাসি হাসিয়া।।
আমার বুকে তোমার প্রেমের পরশ নিয়েছি মানি
শ্রবণে মেনেছে তোমার অমিয়বাণী;
তোমার মন ভুলানো ছবিখানি
ওঠে চোখের সামনে ভাসিয়া।।
তোমার গুণে ঘূণ ধরলো মোর জাতিকুল মানে
সমাজে মানুষের মানা মনে নাহি মানে;
বিজয়ের মন ছোটে তোমার সন্ধানে
পিরিতি পিপাসিয়া।।