(ওরে) কুলবিল মোমিনীন
আরশে আল্লাহ।।
এইতো আল্লাহর ঠিকানা
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা,
ওরে মাওলানা।।
আলেম গেছে জালেম হইয়া,
কোরআন পড়ে চণ্ডালে,
সতি সাধুর ভাত জোটে না,
সোনার হার বেশ্যার গলে(ওরে)।।
যদি চিনিতে কোরআন,
হইত মানুষের কল্যাণ।।
মুখে মুখে সব মুসলমান
কাজের বেলা ঠনঠনা।
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা।
যদি মক্কায় গেলেই খোদা মিলতো,
নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না,
হজ্ব করিতে যারা যায়।।
কেউ যায় টাকার গরমে
কেউ যায় দেশ ভ্রমণে।
ধনী যায় ধনের টানে
আনিতে সোনাদানা।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
ওরে মাওলানা
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা।।
ওরে কুলবিল মোমিনীন
আরশে আল্লাহ
কুলবিল মোমিনীন
আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা;
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা,
ওরে মাওলানা।
হজ্ব করিতে মক্কায় গিয়া,
খরচ করলি যে টাকা,
ওরে এই টাকা গরীবরে দিলে
গরীব আর থাকে কেঠা।।
তোর ঘরের ধন খায় পরে পরে,
দেশের লোক না খাইয়া মরে।।
সত্য কথা বললে পরে
দেশে থাকতে পারি না।
দ্বীন-হীন রাজ্জাকে বলে,
মানুষে মানুষ রতন,
ওরে এই মানুষকে ভালোবাস
বেঁচে আছ যতক্ষণ (ওরে)।
মানুষ চিনতে করিস ভুল,
তবে হারাবি দুই কূল।।
ওরে মূল কাটিয়া জল ঢালিলে
ঐ গাছে ফুল ফোঁটে না।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
ওরে মাওলানা,
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা।।
কুলবিল মোমিনীন
আরশে আল্লাহ(ওরে)।।
এইতো আল্লাহর ঠিকানা।
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা,
ওরে মাওলানা
মসজিদ ঘরে আল্লাহ থাকেনা।।