ভবঘুরেকথা
পাগলা কানাই

ওরে সাধন করতে সাধ থাকে মনে
ও তারে ডাক হে দোমে দোমে,
নইলে সাধন হবে কেমনে?
আমার দয়াল গুরু দয়াল সাগর
সবার মনের ভাব্ জানে।
এক ধারা মন সেই করে সাধন
হয় তার ভজন গুরুর চরণে।
ও যেমন দো’দেল বান্দা কলমা চোরা হয়
ও তার সাধন ভজন বৃথা যায়,
দরে ইন্দুর থাকতে দরের মুখ ছাপায়
করে মানুষ-দেখসে-আল্লা আল্লা,
-দূরে যেয়ে নগ্ নাচায়,
ভাই রে ঐ সাধনে কাম হবে না
সাধুর নিশান চোরের নায়।
যে ভাবে ভাই যাহার ভক্তি হয়
দয়াল সেই ভাবে তাহার দেখা দেয়,
আমার দয়াল গুরু সবের মন জোগায়।
সে ধনী-মানী পার করে না,
কাঙ্গালের নায় হয় সখা;
ও তার নামের কাঙ্গাল যে হয়েছে
কাণ্ডারী হয় তারই নায়।
লাগবে না তার রপাড় ঘাটের কড়ি,
তাই পাগল কানাই কয়-ও তাড়াতাড়ি
সে পার হয়ে যায়।
:: গুরুতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!