ওরে সুন্দর কালোর আলো হাসে
ফুল ফোঁটে কদমবনে,
সে যে পাগল করা যুগল আঁখি
ছবি দেখলাম যুগল নয়নে।।
কাজলামেয়ে আঁচলা টানি বিদ্যুৎবরণ মেয়ে
সোহাগে জড়ায়ে আছে প্রাণ বন্ধুকে পেয়ে।
একাধারে ভোরের আলো, বাঁধা পড়লো সন্ধ্যার কালো;
কতো ঘুমন্ত মানুষ জাগলো
মোহনরূেপর স্পন্দনে।।
চকিত চোখের চাওয়ায় চমকে বিশ্ব
নীরব প্রকৃতি চেয়ে দেখে সেই দৃশ্য।
দক্ষিণহাওয়া অঙ্গে বুলায়, কোন সে প্রিয়া চামর ঢুলায়;
কতো অভিমানীর মন প্রাণ ভুলায়
সেরূপ পরশনে।।
অকূলের আকুল ছোঁয়ায় দুকুল ধোয়া রে
নীলযমুনার উছল বারিভরা জোয়ারে।
দোয়েল চন্দনা বুলবুলি, বন্দনা গাহে সুরতুলি;
সোহাগে ঝরে ফুলগুলি
পড়ে যুগল চরণে।।
যার চোখে লেগেছে সেই স্বরূপের ভাতি
অরূপ এই রূপের মাঝে জ্বলে তার বাতি।
অন্তর তার চিরঅভ্রান্ত, নিজের সাঝে নিজে শান্ত;
পাগল বিজয় বলে, জীবন কান্ত
আসবে কি মোর জীবনে।।