শ্রীশ্রীহরিচাঁদ পদতলে রামচাঁদের পদ্মফুল দর্শন
পয়ার
ওঢ়াকাঁদি নিবাসী চৌধুরী রামচাঁদ।
যিনি হন হরিচাঁদ নিত্য পারিষদ।।
একদিন রামচাঁদ হরিচাঁদ ল’য়ে।
আসিলেন নিজালয় উল্লাসিত হ’য়ে।।
আগে যায় হরিচাঁদ রামচাঁদ পিছে।
প্রেমানন্দে রামচাঁদ শ্রীপদ হেরিছে।।
প্রতিক্ষণ রামচাঁদ হেরিবারে পায়।
যেই স্থানে হরিচাঁদ শ্রীপদ রাখয়।।
প্রস্ফুটিত শতদল উদ্ভব তথায়।
পুনঃ প্রভু পা’ তুলিলে লয় হ’য়ে যায়।।
রামচাঁদ বলে প্রভু একি অপরূপ।
বুঝিতে না পারি কিছু তোমার স্বরূপ।।
তব পদতলে পদ্ম উদ্ভব হইয়া।
উঠাইতে পদ পুনঃ যায় মিলাইয়া।।
হরিচাঁদ বলে রাম এইরূপ হয়।
আসি যবে ভবে, হয় নর ভাগ্যদয়।।
যাই চলি আপনার মন মত স্থানে।
লোকে বলে হরি এসেছিল এ ভুবনে।।
পদ তলে দেখ যত পদ্মের উদয়।
আসি যবে, তবে এই ধরা ধন্য হয়।।
রামচাঁদ বলে হরি তোমার মহিমা।
নরের কি সাধ্য কেবা দিতে পারে সীমা।।
একদিন সফলানগরী গ্রাম হ’তে।
গিয়াছিল শ্রীহরি রামচাঁদ বাড়ীতে।।
একে ভাদ্র মাস দেশে ডেকেছিল বান।
তরী বিনে জল পথে করিল প্রয়াণ।।
নক্র পৃষ্ঠে হরিচাঁদ করিল গমন।
শ্রীদেবী করুণা তাহা করিলা দর্শন।।
জগত নিয়ন্তা হরি অগতির গতি।
চরণ পূজিতে তব, দাসে দেহ মতি।।