ভবঘুরেকথা
পাগলা কানাই

ও আমার নামাজ পড়ে হ’ল না কোন কাজ
ও কেমনে পড়ব এই নামাজ।
ওরে তসবী হাতে টুপি মাথে করেছি মুসল্লির সাজ,
আবার কোন্ তরিকে পড়ব নামাজ ভাই,
-না জানি ইসলামী সাজ।
আবার আকামত সালাম যে সময় পড়ি
-মন আমার যায় পড়শী বাড়ি।
আরও দয়া করে বল গুরু কি দিয়ে মন ঠিক করি,
আবার মন হতে চায় দিল্লীরও বাদশা-
ও মন বাধ্য করতে না পারি।
ও পাগল কানাই বলে সভায় মাঝারে-
এই নামাজ ছিল কোথাকারে,
এ নামাজ কোথায় ছিল, কে আনিল, বল দশের হুজুরে,
আবার সত্য করে বল গুরুধন,
-ও কোন্ নবী কোন্ ওয়াক্ত পড়ে।
:: গুরুতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!