ও জলে দেখিবি যদি আয়
সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
আর বউ-বরাঙ্গ হইয়া রূপ
জল আনিতে যায়।
কাঙ্খের কলসী ভাসাই জলে
শ্যাম রূপে চায়।।
আর সুচিত্র পালঙ্কের মাঝে
শুইয়া নিদ্ৰা যায়।
মনে লয়—যৈবন ডালি
দিতাম রাঙা পায়।
তার ভাইবে রাধারমণ বলে,–
শুন গো ধনি রাই,
এই আদরের গুণমণি
কোথায় গেলে পাই।