(তাল-ঝাপ)
ও দরদিরে তুমি আমার বিপদকালে নিদয়া হইওনা।
আমার বিপদকালে নিদয় হলেরে-
হারে দরদ কে বুঝবে তুমি বিনা।।
১। ঘুরে দেখি দেশ বিদেশে, বান্ধব নাই মোর কোন দেশে।
আমি আছি তোমার ঐ উদ্দেশ্যে রে,
গুরু আমাকে ত্যাজিও না।।
২। (আমার) এ হেন দুঃখের কপাল,
বন্ধু বান্ধব নাই মোর সবল।
(তাঁরা) জ্বালিয়ে ভীষণ অনল রে,
হারে আমার অন্তরে দেয় বেদনা।
৩। অসহ্য অনল অন্তরে,
ধেয়ে যাই জুড়াবার তরে।
(আমার) বন্ধু বান্ধব চায় না ফিরে রে,
হারে তারা কটু বলে স্থান দেয় না।।
৪। (হরি) দেও দুঃখ যা কর্ম্মের লিখন,
সব জম্মের দুঃখ কর মোচন।
(দীনার) মনেতে এই আকিঞ্চন রে-
গুরু করব তোমার সাধনা।।
………………….
রাগিনী-ভেন্ডিল কাহিনী