ও নিঠুর শ্রাবণরে, ও তুই আবার
কেন এলিরে এই দেশে।
ও তোর এক প্লাবনে পড়ে আমি রে
আজো বেড়াই ভেসে রে।।
গুরু গুরু ডাকে দেয়া
বন্ধ হলো নেয়া দেয়া
পারাপারে যায় না খেয়া
মেঘলা দিনের শেষে;
বলে কী কথা ঐ ঝাউয়ের বনে রে
সেই ভেজা পবন এসেরে।।
মাতাল ছন্দে পূবালীবায়,
শাখী শাখে পাখি নাচায়
বাদলবাউল মাদল বাজায়
বেতাল পরিবেশে;
আমার ছন্দ হারা পরান আজিরে
ছোটে অজানার উদ্দেশ্যে রে।।
বাদল নামে বনশিরে
বিহগ-বিহগী নীড়ে
ভিজিছে শ্রাবণের নীরে
সোহাগে আবেশে;
ও যার মন ভালো তার বন ভালো রে
মনের মানুষ ভালোবাসে রে।।
মিশে গেছে সীমার লেখা
আমি চেয়ে আছি একা
আঁখি অনিমেষে;
পাগল বিজয় বলে, এমনি দিনে রে
আমায় সাজালো দীনবেশেরে।।