তর এই গানটারে
গাইলো যে পাখি
ও পাখি আর ডালে নাই
দিয়েছে ফাঁকি।।
খাঁচার পাখি খাঁচায়রে তোর
ছিল যত দিন
শ্যাম শ্যাম গাইত পাখি
গাইত রাত্র দিন
বইতো ধারা কূলহারা
রাঁধার দুই আঁখি
ও পাখি আর ডালে নাই
দিয়েছে ফাঁকি।।
নাচবে পাখি গাইবে গান
মনে ছিল আশা
খাঁচা ফেলে উড়ে গেছে
রেখে ভালোবাসা
আর কি আসবে ভালবাসবে
চোখে চোখ রাখি
ও পাখি আর ডালে নাই
দিয়েছে ফাঁকি।।
নগরবাসী কেউ জানে না
কি যে জ্বালা বুকে
খাঁচা ফেলে উড়ে গেল
ঝাঁকের পাখি ঝাঁকে
কোন গগনে কলতানে
বন মাতাইলো ডাকি
ও পাখি আর ডালে নাই
দিয়েছে ফাঁকি।।
ফুল ভেবে আলেয়ারে
করেছি কি ভুল
ভুলের মাসুল দিতে গিয়ে
হারালাম দুই কুল
কুলহারা মাতাল রাজ্জাক
যায় অকূলে ভাসি
ও পাখি আর ডালে নাই
দিয়েছে ফাঁকি।।