ও পার তুমি এ পার আমি মাঝখানে এক সীমারেখা।
সে তো বেশি পথ নয় হাত আষ্টেক নয়
পার হতে তাই বিষম ঠেকা।।
সীমান্তের সব অফিসারে
তারা কাজ করে না অবিচারে
আইন মাফিক অনুসারে
মানতে হয় আদেশ পত্রিকা;
সেথায় চলবে না কোনো চালাকি
খাটবে না কোন ফাঁকি-ফেকা।।
হারায়ে সৎ পথের দিশা
না করিয়ে পাসপোর্ট ভিসা
গোপন পথে যাওয়া আসা
অতি ভয়ানক ভূমিকা;
এ পথে জনসাধারণ অসাধারণ
দেখায় মরণ বিভীষিকা।।
পশু পক্ষী কীটপতঙ্গ
তাদের নাহি বঙ্গভঙ্গ
পূর্ব কিংবা পশ্চিম বঙ্গ
সব যেন তাদের এলাকা;
তারা এপার ওপার ঘুরে বেড়ায়
লাগে না সরকারি লেখা।।
তোমার লাগিয়া দরদি
বহে নয়নে নীর নিরবধি
এড়ায়ে যেতাম নদ নদী
বিধি যদি দিতো পাখা;
পাগল বিজয় বলে, উড়ে গিয়ে
দেখে আসতাম চোখের দেখা।।