ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে
আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে।
বন্ধু বিনে জিতে মরা আছি যে পাগলের ধারা
আমি পাগল নহি পাগলীর মত।
সারা রাত্ৰি শুইয়া থাকি বন্ধরে শিয়রে দেখি
জাগিয়া না পাই চরণতরী
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
পিরিত করি আইলা জিতে মরা।