ও প্রেম আর আমার ভালো লাগে না
ও প্রেম আর আমার ভালো লাগে না।
তোমর প্রেমের দায়ে জেল খাঁটিলাম
তবু ঋণ শোধ হলো না।।
একদিন তো গিয়েছিলাম সেই যমুনার ঘাটে
কত কথা মনে প’লো গো পথে,
আমি রাধে সারানিশি কাঁদিয়া বেড়াই
তবু তো দেখা দিলে না।।
তোমার সঙ্গে প্রেম করিয়া হলো জ্বালা
সে প্রেমের জন্যে গাঁথিলাম বিনে সূতার মালা,
প্রেম বিলায় কি ছালা ছালা
সেটা মনে থাকে না।।
সে প্রেমের মূল্য দিতে কুলমান যায়
তারে বুঝি গো রাখা হলো দায়,
তাই লালন কয় শ্যামরাইয়ের
প্রেম বুঝি আর হলো না।।
……………………………………………..
এই পদটি বেশ কিছু গ্রন্থে ফকির লালনের বলে উল্লেখ থাকলেও অনেকেই এর সাথে দ্বিমত পোষন করেন এটি লালন সাঁইজির রচিত কিনা।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….