ও প্ৰেম না করছে কোন জনা গো,
কার লাগি গো এত যন্ত্রণা।
আর আমার বন্ধু পরশমণি–
কত লোহা মানায় সোনা গো।
আর সকলের জ্বালা যেমন তেমন–
আমার বন্ধের জ্বালা দুনা গো।।
আর বন্ধের লাগি ভাবতে ভাবতে–
আমার শরীর কইলাম কালা গো।।
আর ভাইবে রাধারমণ বলে,–
শুনরে কালিয়া :
প্রেম কইলাম—তার মর্ম না জানিয়া গো।।