ও ফুল ফুটেছে বটে, দেখে প্রাণ চমকে উঠে,
ও আচ্ছা মজার ফুল
সে ফুল নাগরে না সাগরে,
মাতন ঝরে কুহুকারে ফুলে ফল ধারে।
আছে দশ মাসেতে দশ পুক্ত
ভাবেতে হয়ে পুক্ত
সে ফুল যে পাবে সেই হবে অন্যে কি সন্ধান পাবে?
এক ফুলে হয় হায়াত কবুল
-পয়দা হইছেন দিনের রছুল।
সেই গাছ গড়ান নয় বিধির কল
পানির মধ্যে গড়া ফল,
আরও জল-পানি থল-পানি, পানিতে সেই ফুল ভাসে।
ফুল ফুটে হয় জগতে আলো-
ও তারে দেখে প্রাণ শীতল হলো,
ও হায় কি হলো-
পাগল কানাই বলে-ও ভাই, ফুলের সন্ধান কর ভাই
দিন থাকিতে মুরশিদ ধরে ফুলের সন্ধান কর তাই।
:: মুরশিদী