ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি, বাঁশি করিলায় উদাসী
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা
কে তোরে শিখাইল বাঁশি আমার নামটি রাধা
যখন বন্দে বাজায় বাঁশি আমি রান্দি
বাঁশিটি বাজায় বন্ধু বইয়া কদমডালে
লিলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে।
ভাইবে রাধারমণ বলে তোরা শুন গো প্ৰাণসখী
আমার নয়ন গলে প্ৰাণ বন্ধুরে একবার আন গো সখী।।