ও ভাই মাঝি রে ও মন মাঝি রে
সাবধানে চালাইয়ো তরি খানি,
মরণ সাগরের বুকে ঢেউয়ের কানাকানি।।
তুফান ভেঙ্গে ফিনকে ওঠে জল
কলো কল কল খল খল
হাসে জলরাক্ষসির দল;
ও তোর তরি যেন যায় না রে তল
উফলে ওঠে পানি।।
কুলহারা অকূল দরিয়ায় বোঝা যায় না গন
মরণ পারের ডাক উঠেছে বসে বসে শোন
হাঙ্গর-কুম্ভির সেই সাগরের গায়;
মরা মানুষ ছোঁয় না তারা তাজা মানুষ খায়
তারা আহরের লাগি পাহারায়
করে রাহাজানি।।
চোখ ধাঁধানো আঁধার রাতি সাথি নাইরে কেউ
ঝড়ের ঘাড়ে পড়ে এসে পাহাড় ভাঙ্গা ঢেউ
ঈষাণ কোনে ভীষণ মেঘমালায়;
ঝিলকি ঠাঁঠায় ঝিলিক মেরে ঝিলিমিলি খেলায়
পাগল বিজয় বলে, পারের বেলায়
দিয়ো আশার বাণী।।