ও মনরসনা মেটে দেহের গুমন করো না।
এ যে মাটিরদেহ মাটি হবে সদা
রাখিয়ো এই ধারণা।।
হরিণের পিছেন যেমন বাঘের আক্রমণ
মৃত্যুবাঘ তার পিছনে ছুটছে তেমন;
তোমার সম্মুখে নিশ্চিত মরণ
বুঝতে তা কি পারো না।।
ক্ষিতি অব তেজ মরুত ব্যোমে এ দেহ তরী
জীর্ণ জরা ব্যাধি মরা কতো তার বৈরী;
পেয়ে দিন কয়েকের ইজাদ্দারি
মাতববরি ছাড়ো না।।
পরের জায়গা পরের বাড়ি পরের গৃহতল
কখন ছেড়ে যাবে সবি শরণার্থীল দল;
মন পান করে বিষয়হলাহল
অমন ভাবে মরো না।।
পাগল বিজয় বলে, অবুঝমনা বুঝবি কবে আর
দিনের দিন দিন ফুরালো এলো অন্ধকার;
এখন ছেড়ে বেচাকেনার বাজার
আপন সারা সরো না।।