ভবঘুরেকথা
বিজয় সরকার

ও মন বাউলরে তোর পথে চলার গান
গেয়ে যা তোর এক তারাতে-
যেথায় গাহে দিবা নিশি রবি শশী তারাতে।।

অন্তর দিয়ে যন্ত্রের সুর বাঁধ
গানের কথায় প্রাণের ব্যথায় নয়ন ভরে কাঁদ;
ও তুই ভেঙ্গে দে মায়া নদীর বাঁধ
ব্যাকুল আঁখির ধারাতে।।

ধনে জনে পূর্ণগৃহস্থ
কালের টানে দেখবি এক দিন তোর শূন্য হস্ত;
ও তুই আপন ভাবিস যে-সমস্ত
সবি হবে হারাতে।।

ধরে চলবি সত্যের সুরেখা
চলতে পথে হয়তো এক দিন পাবি তার দেখা;
ও তোর চলতে হবে একা একা
ঝড় বাদল ভরা রাতে।।

মজার খেলা আজব দুনিয়ায়
থাকে না যা তাই রাখতে চাস আপন হিয়ায়;
পাগল বিজয় ঘোরে মরিচিকায়
মরুময় সাহারাতে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!