আয়রে ও মন মত্ত করি,
আমরা দুজন হয়ে, সুজন গুরুর চরণ ধরি।।
সংসার কানন, করিয়া দলন, যথা গুরু, করি অন্বেষণ।
পেলে দরশন জুড়াবি জীবন, শেষে প্রেমানন্দে নৃত্য করি।।
সংসার কাননে আর কত দিন রব, যথা আছে গুরু তথা মোরা যাব,
চরণ ভজিব, প্রেমেতে মজিব, নেচে দেখব ঐ রূপ নয়ন ভরি।।
যদি গুরু তোরে করে আরোহণ, নিবে গুরু তোরে নিত্য বৃন্দাবন,
যথা শান্তি নিকেতন, শান্তি অনুখন, সেথা রাস কররে রাসবিহারী।।
মহারাসে গুরু হয়ে রসেশ্বর, রাসেশ্বরী লয়ে করে রাসবিহার
মহারাস হেরিব, মহরাস করিব, তথা মেতে রব প্রেমরস পান করি।।
গুরু মহানন্দ লয়ে প্রেমরস, প্রেমসুধা দিয়ে, করলেন জগত বশ,
অশ্বিনী নীরস নিলি না সে রস, তুই হলি না রাসের অধিকারী।।