মান গুমান না ছাড়িলে
যাবে সাধন ভোজন ফাও
ও মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইড়া দিয়া
সরল দেশে যাও।।
ও মনো – রে
সরল দেশে যাইতে চাইলে
সরলে যাও মিইশা
সরল বাঘে চাইটা খাবে
দেহের গড়ল দস্তা শিসা
সরল দেশের সরল মানুষ
করলে তোরে ভাও
মাত্র তিন দিনে শুকাইয়া যাবে
দেহের সকল কুষ্ঠ ঘাঁ ও
ও মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইড়া দিয়া
সরল দেশে যাও।।
ও মনো – রে
ওই দেশে গেলে যাইও
মরার স্বভাব লইয়া
জেতা মানুষ গিলিয়া খায়
সব মরায় মিলিয়া
মরার মুখে হীরার দার
তরল পাতের দাও
আছে তরল পাতের দাও
এক পলকে গিলিয়া খায়
জেতা মাইনসের ছাও
ও মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইড়া দিয়া
সরল দেশে যাও।।
ও মনো – রে
আল্লাহ, রাসূল, কৃষ্ণ, কালী
নামের গৌরব করো
কোন জাতে মোর সাঁই নিরাঞ্জন
কেউ নি বলতে পারো
গাইনি টানা কলুর বলদ
পরের বোঝা ভাও
তোমরা পরের বোঝা ভাও
বেলা যে হেলাইয়া গেলো
তার দিকে তাকাও
ও মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইড়া দিয়া
সরল দেশে যাও।।
ও মনো – রে
গিয়া দেখো খেয়া ঘাটে
নদীর কিনারায়
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
সব চড়ে এক নায়ে
ব্রাহ্মণ, চণ্ডাল, হাজী, গাজী
এক নদীর জল খাও
তোমরা এক নদীর জল খাও
মাতাল রাজ্জাক ডাকে
পার হবি কে
ছাইড়া দিলো নাও
ও মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইড়া দিয়া
সরল দেশে যাও ।।