ও সে প্রেম করা কি কথার কথা
ও সে প্রেম করা কি কথার কথা ।
প্রেমে হরির হলো গলায় কেঁতা ।।
একদিন রাধে মান করিয়ে
ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে,
মানের দায় শ্যাম যোগি হয়ে
মুড়ালে মাথা ।।
আরেক প্রেমে মজে
শ্মশানে-মশানে খেলে,
শক্তি হাড়ের মালা গলে
পাগল অবস্থা ।।
রূপ সনাতন উজির ছিল
প্রেমে মজে ফকির হল,
লালন বলে এমনি যেন
প্রেমের ক্ষমতা ।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….