কঠিন হাশরের বেলা
গাও মোহাম্মদ সাল্লেআলা
ইল্লেলা রাব্বিল আলামিন।।
আল্লাহ নিজে হবে কাজি
বিকল হবে ধোঁকাবাজি
ইহুদি নাসারা বেদুইন
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান
পীর আউলিয়া ফকির মস্তান
সমান হবে রোজ হাসরের দিন
বড় বাড়ি অট্টালিকা
মনিহার অগ্নিশিখা
থাকবে না রঙ্গীলা কোন চিন
গাও মোহাম্মদ সাল্লেআলা
ইল্লেলা রাব্বিল আলামিন।।
রাজা-প্রজা ধনি-মানি
সমান হবে মূর্খ-জ্ঞানী
পানি পানি বলে কাঁদিবে যেদিন
বাজবে যখন মরন বাঁশি
ধ্বনি উঠবে নাপসী নাপসী
সর্বনাসি বাজাবে রে কাল ভিম
পাপি তাপি হবে যারা
ঐ মাঠেই যাবে মারা
গাও ভরা নিয়া পাপের চিন
গাও মোহাম্মদ সাল্লেআলা
ইল্লেলা রাব্বিল আলামিন।।
দেখিয়া উম্মতের নিদান
বলবে আমার রাসুল দেওয়ান
জলিল জব্বার গাফুরের রাহিম
রহম কর রহিম আল্লাহ
আমি দোস্ত হাবিব উল্লাহ
পাপি তাপির হয়েছি জামিন
তা না হয় জ্বলিয়া মরব
নিজেই দোজখে যাব
দেখবো দোজখ কত বে কঠিন
গাও মোহাম্মদ সাল্লেআলা
ইল্লেলা রাব্বিল আলামিন।।
দেখিয়া রাসুলের বিনয়
বলবে আল্লাহ তোমাকে লই
বানাইলাম আসমান জমিন
তুমি যা বল তাই করি
তোমার লাগি সবই পারি
তুমি শুরু তুমি ইয়াসিন
মাতাল রাজ্জাক কয় নবীর কথা
রাখিও হৃদয়ে গাঁথা
দেওয়ান কাঙ্গাল বাঁচবা যতদিন
গাও মোহাম্মদ সাল্লেআলা
ইল্লেলা রাব্বিল আলামিন।।