ভবঘুরেকথা

কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-
একলা ঘাটে রইব না গো পড়ি ॥

আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥

পার হব কি নাই হব তার খবর কে রাখে-
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাব’,
আমি যাবই যাবই যাব-
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥

………………………
রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ ফাল্গুন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৩২৪
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!