কতোজন ঘুরছে আশাতে খুঁজে পেলাম না এই জগতে।
অর্থ করে বোঝ ভাইরে বর্ত আছে অজুদে।।
কুড়ি চক্ষু চৌদ্দ হস্ত তাই শুনে হলাম ব্যস্ত,
শোনার করণ করি ন্যস্ত শুনবো আমি তোমার মুখেতে।।
শুনে এলাম আরেক কথা এক ফেরেস্তার দুইটি মাথা,
কও তো তার মোকাম কোথা এও শুনবো তোমার কাছেতে।।
মুর্শিদের মুখে শুনি খায় না কোন দানাপানি,
লালন বলে কিঞ্চিৎ ধ্যানী সবুজ রঙ তাঁর গায়েতে।।