আমি তোমায় ছেড়ে আর কতোদিন রইবো দুনিয়ায়।
তোমা বিনা বৃথা জীবন যায়।।
আমি দীন-হীন কাঙ্গাল বেশে
কতো ঘুরিলাম দেশ-বিদেশে
তবু আমি পাইলাম না তোমায়।।
আমার বাল্যকাল যায় খেলাতে
দিন যায় যৌবন মেলাতে
শেষের দিন যায় দেশের ভাবনায়।।
কতো বন্ধু-বান্ধব পরিজন
পাইলাম আত্মীয়স্বজন
তবু পোড়া পরান না জুড়ায়।।
যতো অর্থ সম্পদ হাতে পাই
দেখি হিসাবে মোর কিছু নাই
পারের বেলায় কি হবে উপায়।।
পাগল বিজয় বলে, মাঝিরে
আমার পার হবার কড়ি নাহিরে
নিকড়ে রে তুলে নিয়ো নায়।।