কতো দিনে যাবে আমার সন্ধ্যা আহ্নিক মন্ত্রজপা,
কবে ভাবময় হয়ে আমার নামময় হবে অজপা।।
সন্ধ্যা হবে বন্ধ্যা নারীর প্রায়
অবিচ্ছিন্ন রতি মতি রাখবে পতির পায়;
যাবে আমিত্ব জ্ঞান স্বামিত্বের প্রভায়
হবো নিত্যতত্বে আত্মসপা।।
ষড়রিপু ছেড়ে জড়টান
ষোড়শ উপচারে করতে প্রেম নৈবদ্য দান;
পাবে কুমতি সুমতির সোপান
তকন বিষয়ে হবো বিলোপা।।
হয়ে কেন্দ্রীয় সংগ্রামে সন্ধিরে
ইন্দ্রিয়গণ বন্দী হবে বন্দরমন্দিরে;
তখন লাভ হবে ভাবসমাধিরে
হবো উর্দ্ধ রেতা শুদ্ধতপা।।
পাগল বিজয় বলে, অন্তর দেবতা
অন্তরযামী জানো তুমি অন্তরের ব্যথা;
ছেড়ে সংসারের এই অসারতা
কবে খাস মহলে হবে রফা।।