দোকানী ভাই দোকান সার না।
কত করবে বেচা-কেনা।।
ও তোর লাভের আশায় দিন কেটে গেল
দোকানের মাল-মসলা চোর ছয়জন নিল।।
তোর ঘরের মাঝে সিঁদ কেটেছে
তাও কি একবার দেখ না।।
পরকে ঠকাতে গিয়ে নিজে ঠকিলি
যা ছিল তোর আসল টাকা সব খোয়ালি।।
ও সে মহাজনের কি করবি
তাগেদার দিন বল না।।
ফকির চাঁদ কয়, ফিকিরের কথা
এখন মহাজনের স্মরণ নিয়ে জানাও গা ব্যথা।।
তিনি বড় দয়াল শুনলে ‘আহয়াল’
তোরে নিদয় হবে না।