(তাল – ঝাপ)
কত গুনে এঘরখানি গড়েছিল কোন গুণমনি,
ও সে কোথা থাকে কেউ না দেখে,
কার কাছে শুনিব বাণী।।
১। তাঁহার গুণের কথা বলিব কত,
সেই ঘরের ভিতরে কল, করেছে যত।
ও তার জোড়ায় জোড়ায় কব্জা এটে,
বসাল কল সে সন্ধানী।।
২। চিনিনা চিনিয়ে দেও তারে,
কোথায় তাহার হয় উৎপত্তি, কি নামটি ধরে।
আমি কেমন করে ধরব তারে, কোথায় রয় সে গুণমণি।
৩। সেই ঘরেতে আছে আট কোঠা,
না জানি তার নয়দরজা, কি ভাবে আটা।
আরও কোথায় বা তার মটিকোঠা,
কোথায় রেখেছে প্রেম রতœ খানি।।
৪। (ঘরে) চৌষট্টি জন কার নাম কি ধরে,
কার কোন খানে হয় বসতি, বলে দেও মোরে।
ভেবে দীনা বলে, কি কৌশলে,
পাব হরি গোসাইর দয়া কণি।
……………………………
তত্ত্ব গীতি
রাগিনী – ভাটিয়াল