(তাল-একতালা)
হয় না কথায় কাবু মাষ্টার বাবুম, বিদ্যার গৌরবে।
বিদ্যা কামাই করে তর্ক ভরে, লোক ঠকায় হিংসা রবে।।
১। কেবল তর্কেরি বাহার, মান্য নাই গুরু জনার,
বলে যথা কুৎসিত কথা, মাতা-পিতার পর।
হইল বুড়া বুড়ি দোষী ভারী, স্ত্রীর মান্য রয় ভবে।।
২। অষ্ট শক্তি মাতা-পিতার, দেহ গঠন তাতে সবার,
বিদ্যার জোরে মা বাবারে, বলে কটুত্তর।
দিয়ে প্রাণে কষ্ট, শাপ ভ্রষ্ট, হয় পূর্ব্বাপুরুষ সবে।।
৩। বাবুর গলে মালা নাই, শুধু লুঙ্গি পরা চাই,
ধর্ম্ম পূণ্য হইল শূন্য, মান্য গন্য নাই।
হরি ভক্তের পায়, মাথা না নোয়ায়,
ভাব ভক্তি প্রেম অভাবে।।
৪। মাষ্টার কথায় কাতর নয়, হরি ভক্ত দেখলে তায়
তর্ক ভরে জব্দ করে, কু নিরে ডুবায়।
ডুবে সাধু জনা সাধন বিনা, ভব কূপ বৌরবে।।
৫। দীনবন্ধুর এই বাণী, পাপের ভার সয়না মেদিনী
পাপের ভরে বসুন্ধরে, শস্যের হয় হানি
এখন খেতে কষ্ট, ব্যাধি গ্রস্থ, হয়ে থাকে এই ভাবে।।
…………………………………
লোক শিক্ষা