(রাগিণী পিলু-তাল যৎ)
কথায় বলে ধর্ম্ম কর্ম্ম, সকলি তোমার কার্য্য।
হৃদয়ে না হয় কিন্তু, বিকশিত পূর্ণ রাজ্য।।
শুধু কর্ম্মেরি কৌশলে, ব্রহ্মাণ্ড আপনি চলে,
পাপরাশি গঙ্গাজলে, ধুইলে না হয় ন্যায্য।।
সর্ব্বদা মায়ের ক্রোড়ে, আছে ক্রিয়া লজ্জাভরে,
তীর্থ যাত্রা পুণ্য হবে, অন্ত:শুদ্ধি নহে বাহ্য।।
কেনরে ভাবনা এত, বিধাতা কর্ম্ম সঙ্কেত,
কহিছে না হবে প্রেত, হৃদয়ে করো না ধার্য্য।।
শত মুখে সুরধ্বনি, অন্তরে দিতেছে ধ্বনি,
পূরাবে ইষ্ট আপনি, সদায় করে থাক সহ্য।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত