কবে শ্রীধাম ওড়াকান্দি যাবো রে
ওরে আমার পরান কান্দে হরিচাঁদ বলে।
সে যে প্রেম জলধি দীনদরদী গো
দীনজনকে স্নেহেতে রাখো কোলে।।
ওড়াকান্দি মানুষ রতন
করে মন সেই মানুষেরে যতন;
বন্ধু কেউ নাই তাহারি মতন
ও তার যতনে মিলিবে রতন গো
হরি চাঁদের মহাভাবসিন্দু জলে।।
যেজন তাকে দেখেছে একবার
ভুলে থাকে সাধ্য আছে কার;
সে তো নয় নিজের বাধ্যতায়
হরিচাঁদের পরে দিয়ে সবভার গো
নিত্যানন্দে চিত্ত যে তাহার দোলে।।
কলির জীবের দিতে পারের পথ
ওড়াকান্দির সরল সহজ পথ;
পথের পরে হরি নামের রথ
বলে উঠলো মৃত্যুঞ্জয় দশরথ গো
গোলক তারক মহানন্দ এককালে।।
যেজন তারে পারে ডাকিতে
সে কি পারে গৃহে থাকিতে;
জল ঝরে তার যুগল আঁখিতে
পাগল বিজয় বলে, দিন থাকিতে গো
সকাল সকাল চলে আয় ভাই সকলে।।