(রাগিণী আলেয়া-তাল ঠুংরি)
জীবনে তোমায়, কভু যেন ভুলিনে।
ভূলের ভুল ভেঙ্গে দিয়ে, রাখ সদা সদনে।।
সংসারে বিভোর মন, ভুলে আঁখি অণুক্ষণ,
হেরিতে সেরূপ তব, সচ্চিদ, আনন্দ ঘনে।।
অসার সার ভাবিয়ে, আছি মাতোয়ারা হয়ে,
কি উপায় হবে ভবে, দীনহীন অজ্ঞানে।।
ভাঙ্গিয়ে ভুলের ভুল, দাও হে পাতিয়ে কোল,
বিভোর হয়ে থাকি সদা, তোমারি নাম গ্রহণে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত