(তাল-একতালা)
করণ করে কি কাজ আছে।
দেখে সই রসরাজ, পাগলের কাজ,
করণ কারণ ধুয়ে গেছে।
শাস্ত্রে লেখা পঞ্চসতী, সবের আছে উপপতি,
তাঁদের নাম লইলে প্রাত কালে, সকল পাতক যায় গো ঘুচে।
জটিলা কুটিলা ছিল, সতীত্ব করণ করিল,
তাঁদের কৃষ্ণ ছাড়া করণ করা, ঘটে জল ঘটে না পিছে।
ব্যাভিচারী গোপীর ধর্ম, তারই মধ্যে প্রেমের জন্ম,
তাইতে প্রাপ্ত হল পরম ব্রহ্ম, মায় ঝি করণে মরেছে।
দেশ ছাড়া পাগলের করণ, করণ চায়না কেবল চায় মন,
সে যে মনোমত ধন মন্মথমোহন, মনোসুতে বাঁধা রয়েছে।
হীরামন আর গোলকচন্দ্র, তারক আর মহানন্দ,
ডেকে বলে হরিবর কিসের খবরদার, দয়া বিনে তার সকলই মিছে।
………………………………………………………………….
হরিবর সরকার