(তাল -রাণেটী)
কররে মন মানুষ বর্ত্ত নিত্য মানুষের সাধনা।।
অনুমান কায়া শূন্য ছায়ার কেন কর ভাবনা’
গুরুপদে স’পে দেওরে মন, (হারে) ঘুচবেরে তোর মনের আঁধার জুড়াবে জীবন।
কর বর্তমানে ভজন পূজন, পূরবে তোর মনের বাসনা।।
রামের ভক্ত চিল হনুমান, বনের পশু হয়ে পেল ভজনের সন্ধান।।
হনু রাম পদে সপে দিয়ে প্রাণ অন্য রূপ চক্ষে হেরে না।।
ঘুচবেরে তোর দশ ইন্দ্রিয়ের জাঁক, গুরু পদে মন মজায়ে বাধ অনুরাগ।
যার লেগেছে সেই প্রেমের দাগ, নয়ন দে’খলে যায় গো চেনা?
যাগ যজ্ঞ পূজা মন্ত্র ধ্যান, ভাবটি দিয়া নামটি চেতাও এত কর কেন।
গুরু রূপে মেঘ সাজায়ে, চাতক হয়ে চেয়ে থাক না।।
দয়াল মহানন্দ আনন্দ হৃদয়, ডেকে বলে অশ্বিনী তোর সময়ে বয়ে যায়।
এবার তারকচাঁদকে করে সহায়, গুরুচাঁদের হওগে কেনা।।