হরি দয়াময় , করলে কি আমায়
তব বিচ্ছেদ জ্বরে , দহিছে হৃদয়।।
প্রেম দাহানলে, সদায় মরি জ্বলে
এই ছিল কপালে, করি কি উপায়।।
তব বিচ্ছেদ জ্বর, হইলো প্রবল
চিন্তা পথ্য তায়, কুপথ্য ঘটালো।।
স্বাত্বিক বিকারে, খেত বৃদ্ধি করে
হরি বিনে, পিপাসায় প্রাণ যায়।।
বুঝতে নারি গতি, যেন সান্নিপাতি
দুরন্ত পিপাসা, না হয় নিবৃতি।।
দুর্ব্বৈদ্য আসিয়া, শিয়রে বসিয়া
এক বিন্দু বারি না দিল আমায়।।
অধৈর্য্য উলূর্ব্বান, নাহি কোন ঞ্জান
জলধর বিনে, জ্বলে যায় প্রাণ।।
জ্বরে তনু জ্বর, শুষ্ক ওষ্ঠাধার
নিরস রসনা, পিপাসায় প্রাণ যায়।।
তৃস্না-তন্দ্রা-নিদ্রা, মোহ কম্পকায়
স্বেদ অশ্রু পুলক, বিকারে প্রাণ যায়।।
হেন নাহি বন্ধু, হরি কৃপাসিন্ধু
এক বিন্দু বারি, এনে দেও আমায়।।
বলে মহানন্দ, হরি প্রেমসিন্ধু
অশ্বিনী তোর ভাগ্যে, ঘটলনা এক বিন্দু।।
গুরুচাঁদের পদ কররে সম্পদ,
তবে পাবি সে ধন শ্রীগুরুর কৃপায়।।