(তাল-কাহারবা)
কর্ম্মে করিস নারে ভুল
ঐ দেখ সব চেয়ে কর্ম্ম শ্রেষ্ঠ কর্ম্ম সর্বমুল।
যদি করলে কর্ম্ম মিলে ধর্ম্ম, কর্ম্ম বিনে, নাইরে কুল।।
১। কর্ম্ম বলে সকল ফলে, স্বর্গ কি নরক,
কর্ম্মে হয় অসাধ্য ব্যাধি, নিতান্ত দুভোগ।
কেহ কর্ম্ম গুনে যায় গোলকে,
কর্ম্মে পায় অকূলের কূল।।
২। রাজা অন্বরিসের ছেলের, দশ বৎসর আয়ূ ছিল
কর্ম্ম গুণে অযুত বৎসর, আয়ূ সে পেল।
গেল যম দন্ড কর্ম্ম বন্ধন, আনন্দ হৃদয় আকুল।।
৩। (ঐ দেখ) মুনি ছিল বিশ্বামিত্র, গাধির নন্দন,
মেনকার সঙ্গে তাঁহার, হইল মিলন।
তাইতে জন্মে কন্যঅ শকুন্তলা, কুরু পান্ডবের আদিমুল।।
৪। এই মত দেখ চেয়ে, কর্ম্মেরি বিহন,
(অধম) দীনবন্ধু পড়ে রল, না হল সাধন।
দয়াল হরি গোসাই, উপায় কি তাই,
পেলেম না চরণের ধূলা।।
……………………………..
লোকশিক্ষা
রাগিনী-জয় জিয়ালই