(তাল-একতাল)
কলিতে হরিচাঁদ হ’ল উদয়,
গেল চিত্ত সন্দ, কর্ম্ম বন্ধ, আর কি জীবের আছে ভয়।
ভক্তগণ তারা হ’য়ে হরিচাঁদকে ঘিরিয়ে, রয়েছে কিবা শোভা তায়,
জীবের চিত্ত চকোর হ’য়ে বিভোর প্রেমানন্দে সুধা খায়।।
লেগে সেই চাঁদের কিরণ, গোঁসাই গোলোক হীরামন, মহানন্দ তারক মৃত্যুঞ্জয়;
তারা সুধা পিয়ে, মত্ত হ’য়ে, নাম দিয়ে জগত মাতায়।
তিনটি যুগ গত ’হল পূরিতে চাঁদ বাকী ছিল, তাইতে চাঁদ এর পুনরায়;
এবার পুরা’তে ভক্তের বাসনা তাইতে অবতীর্ণ হয়।।
এল চাঁদ ওড়াকাঁন্দি, যার জন্যে নিরবধি, ভক্তগণ কেঁদে বুক ভাসায়;
এবার কলির মানুষ, ক’রতে মানুষ, হ’ল যশোমন্ত তনয়।।
তারকচাঁদ ডেকে বলে, অশ্বিনী মায় জালে, ভুলে কেন র’লি দুরাশায়;
ও তোর মানব জনব ধন্য হবে, চাঁদরে কিরণ লা’গলে গায়ে।।