কলের রথ গইড়ে দিছে দীনবন্ধু করছে কোন কাম,
রথের চূড়ার পর লেখা আছে দীনবন্ধুর নাম।
গড়েছে রথের আঠারো মোকাম।
যখন রথ ছিল রে নূতন
ওো আরও চলেছে দ্বিগুণ
-দেখতে পরিপাটি।
আজ রথের খসেছে খিল কাটি,
আরও নৈড়া গেছে দুই খুঁটি।
তাই পাগল কানাই কয়,
দিনে দিনে তৈল ফুরাইয়া ঘোর হইয়া আলো
সেই সাধের রথ দিক-ভুলা হইল।।
::দেহতত্ত্ব