কাঙাল জানিয়া পার কর
দয়ালগুরু, জগতো উদ্ধারো।।
আকাশেতে থাকো গুরু, পাতলেতে ধরো
আমি বুঝিতে না পারি তোমার মহিমা অপারো।।
সাপ হইয়া দংশ গুরু ঊঝা হইয়া ঝাড়ো
রমণী হইয়া গুরু পুরুষের মন হরো।।
ভাইবে রাধারমণ বলে অসার সংসারে
তুমি সকলরে তরাইলায় গুরু আমি রইলাম পারো।।