(রাগিণী সাহেনা-তাল আড়া)
কাজ কিরে মন গয়া গঙ্গা, যেয়ে কুরুক্ষেত্র কাশী।
প্রাণের ভিতর প্রাণ যদি মোর, প্রেমে বাজায় ভাবেব বাঁশি।।
মহাজন করছে সীমা, ভাবেন গুরু প্রাণ প্রতিমা,
অভেদাত্মা শিব শ্যামা, পরমাত্মা পূর্ণশশী।।
ভাণ্ডেতে আছে ব্রহ্মাণ্ড, খণ্ডে খণ্ডে সে অখণ্ড,
দেখে সব কৌশল কাণ্ড, মনে পরে শিশুর হাসি।।
ভাবতে গিয়ে মনোমোহন, ভুলে যায় আপনি আপন,
দেখবে যদি জনসাধারণ, প্রাণে লাগাও প্রেমের ফাঁসি।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত