কাজ কি আমার এ ছার কুলে
কাজ কি আমার এ ছার কুলে।
যদি গৌরচাঁদ মেলে।।
মনচোরা নাগরা রাই
অকুলের কুল জগৎ গোঁসাই,
সব কুল আশায়, সেই কুল দোহাই
বিপদ ঘটালে তার কপালে।।
কুলে কালি দিয়ে ভজিব সই
অন্তিমকালের বন্ধু যে ওই,
ভব বন্ধুজন,কী করিবে তখন
দীনবন্ধু দয়া না করিলে।।
কুলের গৌরবী যারা
গৌর গৌরব কি জানে তারা,
যে ভাবে সে লাভ,জানা যাবে সব
লালন বলে অন্তিম হিসাব কালে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….