ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে,
ও কে কাঁদছে গো তোর ধন-বিহনে
কাজ কি মা সামান্য ধনে।

সামান্য ধন দিবে তারা
পড়ে র’বে ঘরের কোণে,
যদি দাও মা আমায় অভয় চরণ
রাখি হৃদি-পদ্মাসনে,
কাজ কি মা সামান্য ধনে।

গুরু আমায় কৃপা ক’রে মা
যে ধন দিলে কানে-কানে,
এমন গুরু-আরাধিত মন্ত্র
ও মা তাও হারালাম সাধন-বিনে,
কাজ কি মা সামান্য ধনে।

প্রসাদ বলে কৃপা যদি মা
হবে তোমার নিজ গুণে,
আমি অন্তিমকালে জয় দুর্গা ব’লে
স্থান পাই যেন ওই চরণে।
[শ্যামা সংগীত]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!