কাজ কি সখি ফাকা ফাকি মিছে বদনামী
পরের সোনায় কান কেটে যায়, বেশ-বুঝে দেখলাম আমি।।
শ্যাম সহজে না যায়, গোল চাল মাথায়
চন্দ্রাবলীর রাজ দুয়ারে শ্যামকে রেখে আয়
দেখলে পরে ঘৃণা করে, বুক চিরে ওঠে বমি।।
কানাই লাল ভুয়ে, জমি কসে চাষ দিয়ে
চন্দ্রাবলি বীজ বুনেছে শুভ যোগ পেয়ে
আমি করব না আর পাড়াপাড়ি, ইস্তফা করলাম জমি।।
তোরা মোন গো ললিতে, শ্যামকে শীঘ্র বল যেতে
মিছে কেন পথে ঘাটে বেড়াচ্ছে ঘুরে
যাদু বিন্দুর প্রতি কর গতি, কহে কবীর গোস্বামী।।